ওসি মোয়াজ্জেমের গ্রেফতারি পরোয়ানা যশোরে
১৩ জুন ২০১৯ ১৩:০১
যশোর: ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারি পরোয়ানা যশোরে পৌঁছেছে। তার স্থায়ী ঠিকানা যশোর হওয়ায় স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জেলা পুলিশের কাছে এ পরোয়ানা পাঠানো হয়েছে।
বুধবার (১২ জুন) রাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওসি মোয়াজ্জেমের পৈতৃক বাড়ি যশোর। এ জন্য এখানেই তার গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে। পরোয়ানা জারির পর থেকেই তার বাড়ির স্বজনরা পুলিশি নজরদারিতে রয়েছেন।’
জানা যায়, ওসি মোয়াজ্জেমের বাবা ঝিনাইদহের বাসিন্দা হলেও কয়েক যুগ আগেই যশোর শহরের রায়পাড়ায় জমি কিনে বাড়ি করেন। ওই বাড়িতেই মোয়াজ্জেমের বেড়ে ওঠা। তবে এখন যশোরের বাড়িতে তার দুই ভাই ও এক বোন মায়ের সঙ্গে থাকেন।