চন্দ্রপৃষ্ঠে মহাকাশযান পাঠাচ্ছে ভারত
১৩ জুন ২০১৯ ১৩:৫৩
চাঁদের উদ্দেশে মহাকাশযান উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)। চন্দ্রায়ন-২ নামে এই অভিযান জুলাইয়ে পরিচালনা করা হবে। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। খবর বিবিসির।
অভিযান সফল হলে চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণে সফল হবে ভারত। এর আগে চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার সৌভাগ্য অর্জন করেছে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন।
প্রসঙ্গত, চাঁদে এটি ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান। পূর্বে ২০০৮ সালে চন্দ্রায়ন-১ অভিযান পরিচালনা করা হয়। তবে সেই অভিযানে মহাকাশযানটি শুধুমাত্র চাঁদের কক্ষপথে পরিভ্রমণ করে। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেনি।
নতুন অভিযানে চাঁদে পানীয় ও পাথরের গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করবে আইএসআরও। চন্দ্রায়ন-২ এ ব্যবহৃত মহাকাশযানে ল্যান্ডার, অরবিটার ও রোভার রয়েছে। এটি ১৪ দিন চাঁদে অবস্থান করবে।
সারাবাংলা/এনএইচ