Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈধ পথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা


১৩ জুন ২০১৯ ১৭:১৩

ঢাকা: দেশের বাইরে থেকে বৈধ পথে টাকা পাঠানো ও রেমিট্যান্সের খরচ কমাতে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এজন্য প্রস্তাবিত বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে বৈধ পথে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়বে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে বলে আশা করা হয়েছে।

এছাড়া, প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বীমা সুবিধা না থাকায় দুর্ঘটনা ও নানাবিধ কারণে প্রায়ই তাদের পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ জন্য প্রবাসী কর্মীদের বিমা সুবিধায় আনতে আগামী অর্থবছর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রস্তাবিত বাজেটে।

সারাবাংলা/এইচএ/জেএএম

বাজেট ২০১৯-২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর