Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্সিং কলেজ বাড়ছে


১৩ জুন ২০১৯ ১৮:১০

ঢাকা: নার্সিং শিক্ষা সম্প্রসারণে ২০১৯-২০ অর্থবছরে তিনটি নার্সিং কলেজ ও পাঁচটি নার্সিং বয়েজ হোস্টেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্বাস্থ্যসেব নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা জানান। বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বরাদ্দ বেড়েছে স্বাস্থ্যে

অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, নার্সিং শিক্ষা সম্প্রসারণে ২০১৯-২০ অর্থবছরে তিনটি নার্সিং কলেজ এবং পাঁচটি নার্সিং বয়েজ হোস্টেল স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, মাতৃ মৃত্যুহার কমানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিন হাজার মিডওয়াইফ পদ তৈরি করা হয়েছে। ২০১৮ সালে পাঁচ হাজার একশ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, অটিস্টিকসহ বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের জন্য চিকিৎসা ও অন্যান্য সামাজিক সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এর জন্য এসব নাগরিক যেসব কাজ করতে পারদর্শী ও সক্ষম, তাদের সেসব কাজে বিশেষায়িত প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলা হবে।

সারাবাংলা/জেএ/টিআর

২০১৯-২০ অর্থবছরে বাজেট নার্সিং নার্সিং কলেজ স্বাস্থ্য খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর