রাজবাড়ীতে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ২ ওসি প্রত্যাহার
১৪ জুন ২০১৯ ০৩:২১
রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশন এই প্রত্যাহারের নির্দেশ দেয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মো. ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফজলুল করিম জানান, আগামী ১৮ জুন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়াকে প্রত্যাহার নির্দেশ দেন নির্বাচন কমিশন। নির্দেশনা পাবার পরপরই সন্ধ্যায় এই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বর্তমানে কালুখালী থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) শহীদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওই বিভাগে কর্মরত পরিদর্শক জিয়ারুল ইসলাম।
সারাবাংলা/টিএস