প্রিজন ভ্যানে হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩৭
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা:পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে কর্মী ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে সনাক্ত করেছে পুলিশ। এই তিনজনকে ধরতে রাজধানীতে আজ সাঁড়াশি অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার(১ ফ্রেবুযারি)পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানায়, হামলাকারীদের দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও একজন ঢাকা কলেজের ছাত্র।
এই তিনজন হলেন, শফিকুল, মামুন ও মাহমুদ হাসান সানি। পুলিশ জানায়, শফিকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ও মামুন এস এম হলের আবাসিক ছাত্র। এছাড়া সানি ঢাকা কলেজের ছাত্র। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও সিসি ফুটেজ দেখে ওই তিনজনকে সনাক্ত করে পুলিশ।
এই তিনজনকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে সাঁড়াশি অভিযানে চালাচ্ছে পুলিশ।
গত মঙ্গলবার(৩০ জানুয়ারি) দুপুরে খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময় সুপ্রিমকোর্টের সামনে পুলিশের ওপর চড়াও হয় বিএনপি। এসময় তারা হাইকোর্টের সামনে আটক দুই কর্মী ওবায়দুল হক নাসির ও সোহাগ মজুমদারকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেয়।
সারাবাংলা/ইউজে/জেডএফ