Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, এক মাস পরে পুলিশের জালে আসামি


১৪ জুন ২০১৯ ১৯:০৭ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি মাহাবুব মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কুমিরমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাহাবুবের বাড়ি উপজেলার হলতা গ্রামে। তার বাবার নাম মৌলবী ফকের মাতুব্বর।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, গত ৩ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলার হলতা গ্রামের কুমিরমাড়া বাজারে একটি ফার্মেসিতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাহাবুব মাতুব্বর। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা জড়ো হলে মাহাবুব পালিয়ে যান।

বিজ্ঞাপন

ওই ঘটনায় স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন মাহাবুব, জানান শওকত হোসেন।

সারাবাংলা/এটি

ধর্ষণ চেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর