Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার


১৪ জুন ২০১৯ ২২:৩১ | আপডেট: ১৫ জুন ২০১৯ ০১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র‌্যাব যৌথভাবে এই ইয়াবা উদ্ধার অভিযান চালায়।

গ্রেফতার সিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোনে টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) হিসেবে কর্মরত বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ।

শহীদুল্লাহ সারাবাংলাকে বলেন, সিদ্দিকুর মোটর সাইকেলে করে ইয়াবাগুলো নিয়ে সিজিএস কলোনির বাসায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

টিএসআই সিদ্দিকুর চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহার ফাঁড়ির ইনচার্জ ছিলেন। মে মাসের মাঝামাঝিতে তিনি ট্রাফিক বিভাগে বদলি হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/আরডি/একে

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর