Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাতির ছুরিকাঘাতে নানী নিহত


১৫ জুন ২০১৯ ০৩:২৬

বগুড়া: বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাতি সুখদেব (২৫) এর ছুরিকাঘাতে নানী জোৎসা রানী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) সোনাতলা উপজেলার চন্দননগরে মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সোনতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, সোনাতলা উপজেলার চন্দন নগরে মৃত ওপেন চন্দ্র রায়ের স্ত্রীর গত বৃহস্পতিবার রাত ২ টার দিকে নাতি সুখদেব নানীকে খাবার খেয়েছে কি না জিজ্ঞাসা করে। উত্তরে নানী ভাত খাইনি বলে জানায়। এ দিয়ে নানী ও নাতির মধ্যে বাকবিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

এক পর্যায়ে নাতি ধারালো অস্ত্র দিয়ে নানীকে আঘাত করলে নানী জোৎসা রানী মারা যায়। নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক সুখদেবকে আটক করেছে। সুখদেব জোৎসা রানীর পালিত নাতি বলে জানায় পুলিশ।

সারাবাংলা/এআই/টিএস

বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর