Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈরী আবহাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ


১৫ জুন ২০১৯ ০৯:৪৩

ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে দেশের ৪৩ টি নৌরুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল ৬ টার পর সদরঘাট থেকে কোন লঞ্চ বা নৌযান ছেড়ে যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক ঘোষণায় জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আগে থেকে যাত্রার সময় নির্ধারণ করে রাখা যাত্রীরা। এদের অনেকেই নির্ধারিত সময়ে সদরঘাট এসে জানতে পেরেছেন যে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে গন্তব্যে যাওয়া নিয়ে বেশ সংকটে পড়েছেন তারা।

সারাবাংলা/এসএ/এসএমএন

নৌযান চলাচল বন্ধ সদরঘাট লঞ্চ টার্মিনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর