টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নারায়ণগঞ্জের মাদক মামলার আসামির মৃত্যু
১৫ জুন ২০১৯ ১৪:১২
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত রাসেল মাহমুদ (৩৬) ইয়াবার ক্রেতা।
শনিবার (১৫ জুন) ভোরে টেকনাফের হোয়্যাইকং এলাকার উজাইঅং চাকমার পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রাসেল মাহমুদের নারায়ণগঞ্জের উত্তর লক্ষণঘোনার ফয়েজ আহম্মদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হোয়্যাইকংয়ে ইয়াবা কেনা-বেচার খবর আসে তাদের কাছে। এর ভিত্তিতে উজাইঅং চাকমার পাহাড়ে অবস্থিত চিহ্নিত মাদক বিক্রেতা আমির হামজার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পলিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। পকেটে থাকা আইডি কার্ড দেখে জানা যায়, নিহতের নাম রাসেল। তার বিরুদ্ধে নারায়নগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি দেশি বন্দুক, ১৪ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা।
রাসেল মাহমুদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন