Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতির কাছ থেকে কাঁকরোল বাঁচাতে বিদ্যুতের ফাঁদ, প্রাণ গেল নারীর


১৫ জুন ২০১৯ ১৪:০৫

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: হাতির উপদ্রব থেকে কাঁকরোল ক্ষেত বাঁচাতে ক্ষেতের চারপাশে তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল ক্ষেতের মালিক। আর সেই তারে জড়িয়ে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) সকালে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি অভ্যারখীল গ্রামের একটি সবজি ক্ষেতে এই ঘটনা ঘটেছে।

কাঁকরোল ক্ষেত থেকে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ারা বেগম স্থানীয় কৃষক সালেহ আহমেদের স্ত্রী। দেলোয়ারা গ্রামের সবজি ক্ষেতে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার সারাবাংলাকে বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি- পাহাড় থেকে হাতি এসে প্রায়ই কাঁকরোল ক্ষেত নষ্ট করে। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় কৃষকরা তাদের ক্ষেতে সংযোগসহ বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতেন। দেলোয়ারা সবজি ক্ষেতে কাজ করতে যাবার সময় একটি ক্ষেতে বিদ্যুতের তারের সঙ্গে তার পা জড়িয়ে যায়।’

ওসি আরও জানান, দেলোয়ারা বিদ্যুৎস্পৃষ্ট হবার বিষয়টি স্থানীয় কৃষকেরা দেখে দ্রুত সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমআই

কাঁকরোল ক্ষেত বিদ্যুতের তার হাতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর