প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও গণমুখী: আইডিইবি
১৫ জুন ২০১৯ ১৫:৫৮
ঢাকা: সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জকে সামনে রেখে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেটকে সাহসী, সময়োপযোগী ও গণমুখী বলে আখ্যা দিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
শনিবার (১৫ জুন) আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়।
আইডিইবি আশাবাদ ব্যক্ত করে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি, মানবসম্পদ ও অবকাঠামোগত উন্নয়ন, জাতীয় প্রবৃদ্ধির হার ৮ শতাংশের ওপর অর্জন, মূল্যস্ফীতি ৫.৫ হারের মধ্যে রাখাসহ গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখার প্রত্যয়ে বাজেটে আয়-ব্যয় যেভাবে প্রতিফলিত হয়েছে সেই অভীষ্ট লক্ষ্য অর্জিত হবে।
বাজেট প্রতিক্রিয়ায় সামগ্রিক শিক্ষাখাতে বাজেটের অর্থ বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখা হলেও মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাখাতে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দকে অপ্রতুল বলে উল্লেখ করা হয়েছে।
বাজেট প্রতিক্রিয়ায় আরও জানানো হয়, এবারের সামগ্রিক শিক্ষা বাজেটে ৬১ হাজার ১১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৭ হাজার ৪৫৪ কোটি টাকা, যা মোট বাজেটের ১.৫ শতাংশ এবং শিক্ষা বাজেটের ১২ শতাংশ। সরকার মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে মহাপরিকল্পনা নিয়েছে বাজেটে তার প্রতিফলন ঘটে নাই।
মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দ শিক্ষা বাজেটের ২০শতাংশ এবং পরের অর্থবছরে ৩০ শতাংশে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আইডিইবি।
সারাবাংলা/পিটিএম