Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া চেষ্টা


১৫ জুন ২০১৯ ১৯:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় শনিবার (১৫ জুন) দু’টি আলাদা মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমোর গ্রামের মাদক বিক্রেতা মকবুলের (৫০) বাড়িতে সাদা পোশাকে অভিযান চালায় র‌্যাব-১৩ এর সদস্যরা। মকবুলের বাড়িতে ৯ কেজি ৬শ‘ গ্রাম গাঁজা পাওয়া যায়। মকবুলকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। সাদা পোশাকে থাকায় ‘র‌্যাব সদস্য না’ বলে গ্রামবাসীকে ক্ষিপ্ত করে তোলে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে র‌্যাব তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বিজ্ঞাপন

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তথ্যের নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার র‌্যাব-১৩ এর ইনস্পেকটর আজিজুল ইসলাম বাদী হয়ে মাদক বিক্রির অপরাধে মকবুল (৫০) ও তার সহযোগী সাহেদুলের (৩৫) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং র‌্যাব সদস্যদের ওপর হামলার অপরাধে মোট দুটি মামলা করেছেন। র‌্যাবের ওপর হামলা মামলায় মকবুল ও সাহেদুল এবং অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/এটি

আসামি ছিনতাইয়ের চেষ্টা গুলি র‍্যাব