Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল দুনিয়ায় বাংলাকে নিতে কাজ করছি : প্রধানমন্ত্রী


১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৪:৪৫

সারাবাংলা ডেস্ক

ঢাকা: তথ্য প্রযুক্তির উন্নয়নে যেন বাংলা হারিয়ে না যায়, তাই বাংলা অ্যাপস, ওয়েবসাইট তৈরির কাজ করছে সরকার। আজ (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির চত্বরে অমর একুশে গ্রন্থমেলা-১৪২৪ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি বছরের মতো এ বছরও ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বাংলা একাডেমির মূল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী এ মেলা শুরু হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমাদের যা যা অর্জন সব কিছুর পেছনে আমাদের ত্যাগ যেমন রয়েছে তেমন রয়েছে অবদান।

বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভাষা আন্দোলনের সময়ও বঙ্গবন্ধু জেল খেটেছেন সেখানে বসেও তিনি আন্দোলনের দিক নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বাস করি, সে দেশের রূপরেখা বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন। আমরা যেন বাংলা ভাষায় কথা বলতে পারি তার জন্য সব রকম ব্যবস্থাই তিনি করে গিয়েছিলেন। আমার ভাষা ভিত্তিক জাতি গোষ্ঠী।

ভাষা গবেষণায় বাংলা একাডেমির প্রশংসা করে তিনি বলেন, সাহিত্য চর্চা, অনুবাদ, আমাদের সাহিত্য অনুবাদ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সংযোগ হয়। প্রতিবার মেলায় বিদেশীরা আসে তারা আমাদের সঙ্গে জানতে পারে। আমাদের ভাষাকে জানতে পারে।

বাংলাভাষার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষাও যেন প্রাধান্য পায় তাই মাতৃভাষা ইন্সটিটিউটের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এমন একটা দেশ হবে যেখানে সবাই যার যার ভাষা নিয়ে চর্চা করতে পারবে এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ভাষা ব্যবহার করতে পারে। কারও ভাষা যেন হারিয়ে না যায়।

বিজ্ঞাপন

জাতির গঠনে বই লেখা, প্রকাশ করা এবং পঠনের অভ্যাসের গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বইমেলা শুধু বই কেনা বেচার জন্য না আমাদের সাহিত্য চর্চার সুযোগ করে দেয় আমাদের চিন্তাকে প্রসারিত করে দেয়। এই বইমেলা আমাদের প্রাণের মেলা। নবীন লেখনদের লেখা প্রকাশের সুযোগ করে দেয়, পাঠক তৈরি করে। আমরা এই মেলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। আমাদের ভাষার চর্চা বৃদ্ধি পাক।

তথ্য প্রযুক্তির এ যুগে বাংলা ভাষা যেন হারিয়ে না যায় তাই ডিজিটাল পদ্ধতিতে বাংলা ভাষাকে নিতে আধুনিক প্রযুক্তিতে বাংলা ভাষাকে নিয়ে যেতে বাংলা একাডেমি এবং সরকার কাজ করে যাচ্ছে। তিনি এই কাজকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী স্বারক বইয়ে সাক্ষরের মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা-১৪২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।

সারাবংলা/এমএস/এমএ

বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর