Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় পার্টি দেশ ও মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে’


১৬ জুন ২০১৯ ১৬:৫০

ঢাকা: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি সব সময় দেশ ও মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকবে; দেশের ইতিবাচক রাজনীতিতে অনন্য ভূমিকা পালন করবে। আর এ কারণেই পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

রোববার (১৬ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সঞ্চালনায় এক বিশেষ সভায় সভাপতির বক্তৃতায় জি এম কাদের কথা বলেন।

বিজ্ঞাপন

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান দিদারুল আলম দিদার, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, শফি উল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মো. এনাম জয়নাল আবেদিন, অ্যাড. আবু তৈয়ব, শফিকুল আলম দুলাল, মিজানুর রহমান দুলাল প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন সকাল সাড়ে ১০টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সবাইকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

এছাড়া ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বেলা ১০ টা থেকে মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে (মতিঝিল আইডিয়াল স্কুলের সাথে) জাতীয় পার্টির বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২৪ জুন ঢাকা ও ময়মনসিংহ, ২৫ জুন রংপুর ও রাজশাহী, ২৬ জুন চট্টগ্রাম ও সিলেট এবং ২৭ জুন খুলনা ও বরিশাল বিভাগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় পার্টির মহাসচিবসহ বিভিন্ন বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া মহানগর, জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বর্ধিত সভায় অংশ নেবেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাতীয় পার্টি জি এম কাদের মানুষের অধিকার

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর