Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি প্রকৌশলীকে হত্যার হুমকি


১৬ জুন ২০১৯ ১৮:২৭ | আপডেট: ১৬ জুন ২০১৯ ১৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশলী মাহফুজুর রহমানের কার্যলয়ে তালা ও ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (১৬ জুন) সকাল ১০টার দিকে চবির প্রকৌশল দফতরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমানকে ফোন করে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে মাহফুজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল আসে। আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে নিষেধ করে। নিষেধ অমান্য করলে প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেয়। এরপর কিছু সন্ত্রাসী আমার কার্যালয়ে ভাংচুর করে তালা দিয়ে দেয়। বিষয়টি আমি শোনার পর বিশ্ববিদ্যালয় ত্যাগ করি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নিয়ে কাজ করায় কতিপয় সন্ত্রাসীরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে উপাচার্য ও রেজিস্ট্রারকে জানিয়েছি।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ সারাবাংলাকে বলেন, ‘প্রকৌশলী মাহফুজুর রহমান হুমকির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টা তদন্ত করা হবে।’

সারাবাংলা/সিসি/এমআই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকোশলী হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর