শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য গ্রেফতার
১৭ জুন ২০১৯ ০০:৫৮
বরিশাল: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। এই দুইজন গত ৩১ মে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূল হোতা বলেও দাবি র্যাবের।
রোববার (১৬ জুন) সন্ধ্যায় বরিশাল র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক ই-মেইলে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, শনিবার (১৫ জুন) ঢাকা ও পটুয়াখালীতে আলাদা অভিযান চালিয়ে হাসান মামুন (৪০) ও শাহাদাত হোসেন সোহাগ (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নমুনা প্রশ্নপত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
এর আগে প্রশ্নফাঁস চক্রের ৩৮ জনকে গ্রেফতার করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়ের করে পটুয়াখালী সদর থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়েছে বলে ই-মেইলে উল্লেখ করেছে র্যাব। তারা জানিয়েছে, প্রশ্নপত্র হস্তান্তরের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪/৫ জনের কয়েকটি গ্রুপ তৈরি করে তারপর চুক্তিবদ্ধ প্রার্থীদের কাছে প্রশ্নপত্র হস্তান্তর করতো। পটুয়াখালী ছাড়াও দেশের কয়েকটি জেলায় এই ধরনের নেটওয়ার্ক তৈরি করেছে তারা।
সারাবাংলা/এমএমএইচ/এসএমএন