Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতাকর্মীদের হতাশ হতে মানা করলেন মির্জা ফখরুল


১৭ জুন ২০১৯ ০৪:২৩

ঠাকুরগাঁও: জনগণের শক্তির কাছে কোনো সরকারই টিকে থাকতে পারেনি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো স্বৈরাচারী বা এক নায়ক দীর্ঘদিন টিকে থাকতে পারে না। পরাজয় তাদের হবেই। পরাজিত হতেই হবে। সত্যের জয় হবেই ইনশাল্লাহ।’

রোববার (১৬ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির কর্মী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা কখনো হতাশ হবেন না। কারণ হতাশাই জন্ম দেবে পরাজয়ের ‘

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দল। আমরা বন্দুক পিস্তল নিয়ে দাঁড়াই না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আছি। জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। জনগণের শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারে না। সেই শক্তি অর্জন করতে হবে আমাদের। আমরা সঠিক পথে আছি। আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই।’

ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হলে বাংলাদেশ কেন তিস্তার পানি পায় না সেই প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমার দেশের মানুষ বিশেষ করে শিক্ষিত যুবকেরা কাজ পায়না। অথচ ভারত আমার দেশ থেকে ১০ বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে যায়।’

ধানের দামের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ধানের দাম নাই কারণ সরকারের এদিকে খেয়াল নাই। সরকার ইচ্ছা করলে কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারতো।’

অনুষ্ঠানে রুহিয়া থানা বিএনপির আহ্বায়ক আনছারুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর