Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন


১৭ জুন ২০১৯ ০৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ২২ জুন (শনিবার) সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।  সেদিন দেশের ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাপসুল তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শনিবার ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

দেশে রাতকানা রোগির সংখ্যা কমে মাত্র ০.০৪ শতাংশে নেমেছে। এই পরিসংখ্যানকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের সফলতা বলে মনে করা হয়। সরকারের লক্ষ্য হলো রাতকানা রোগকে শূন্যের ঘরে নামিয়ে আনা।

বিজ্ঞাপন

চিকিৎসকদের মতে, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের কেবল রাতকানা রোগের হাত থেকেই বাঁচায় না, এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। একইসঙ্গে দৃষ্টিশক্তি ভালো রাখে ও শিশুমৃত্যুর হার কমায়।

সারাবাংলা/এসএমএন

২২ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর