শিশুর সুরক্ষায় ধর্মীয় নেতাদের সঙ্গে সম্মেলন
১৭ জুন ২০১৯ ১৪:৫২
কক্সবাজার: শিশু সুরক্ষার বিষয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় নেতাদের সঙ্গে সম্মেলন। স্বেচ্ছাসেবী সংস্থা ‘টেরি ডেজ হোমস’ (টিডিএইচ) এর উদ্যোগে সোমবার সকালে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শিশুর প্রতি নির্যাতন ও শোষণ প্রতিরোধ প্রতিকারের পরিকল্পনা ও পদক্ষেপসহ বিভিন্ন শিশু সুরক্ষার উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সংস্থাটির হেড অব মিশন আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন- পুলিশ কর্মকর্তা আরিফ ইকবাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া, জেলা সৎসঙ্গ আশ্রমের প্রধান বিশ্বনাথ বন্দোপাধ্যায়, টিডিএসের কর্মকর্তা নওজিত কর্মচারীয়াসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বেলাল আজিজ নূর। এতে বিভিন্ন ধর্মের নেতারাসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও