হংকংয়ের প্রধান নির্বাহীকে সরে দাঁড়াতে বললেন কারামুক্ত ওং
১৭ জুন ২০১৯ ১৫:৩৬
হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা জশুয়া ওং কারাগার থেকে বেরিয়েই দেশটির প্রধান নির্বাহী ক্যারি ল্যামকে নিজের পদ থেকে সরে দাঁড়াতে বললেন।
সোমবার (১৭ জুন) কারাগার থেকে ছাড়া পেয়েই ওং টুইটারে জানানো এক প্রতিক্রিয়ায় এ দাবি করেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের গণতন্ত্রপন্থী ‘আমব্রেলা আন্দোলন’-এর মাধ্যমে আলোচনায় আসেন ২২ বছর বয়সী ওং। পূর্ণাঙ্গ গণতন্ত্রের দাবিতে ৭৯ দিনব্যাপী চলা ওই আন্দোলনের সময় জশুয়া ওং-কে গ্রেফতার করে দেশটির পুলিশ।
অপরাধী প্রত্যার্পন সংক্রান্ত একটি বিল চায়নার সংসদে ওঠার পর তা বাতিলের দাবিতে আবারও রাস্তায় নেমেছে হংকংয়ের জনগণ। আন্দোলন পর্যবেক্ষকরা বিবিসিকে জানিয়েছে, এখন জশুয়া ওং এর ডাকে আবারও হাজার হাজার মানুষ জড়ো হতে থাকলে প্রধান নির্বাহী ল্যামের জন্য বিষয়টা সুবিধার হবে না।
আন্দোলন গড়ে তোলা সংগঠকদের দাবি, রোববার (১৬ জুন) বিল স্থগিত ঘোষণার পরও ২ লাখ মানুষ জড়ো হয়েছিল। তবে হংকং পুলিশ বলছে, আন্দোলনে প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ উপস্থিত ছিল।
এদিকে হংকংয়ের প্রধান নির্বাহী বেইজিংপন্থী ক্যারি ল্যাম জনরোষের মুখে অপরাধী প্রত্যার্পন বিল নিয়ে নিজের অবস্থানের কারণে ক্ষমা চেয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি সম্পূর্ণভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চান সংগঠকরা।
সারাবাংলা/পিটিএম