Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারুফ নিখোঁজ : সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে ডিবি


৬ ডিসেম্বর ২০১৭ ১২:২৬

স্টাফ করেসপন্ডেন্ট

সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি তার বাসা থেকে সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। মারুফ জামানের ছোট ভাই রিফাত জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনজন ক্যাপপরা লোক বাসায় এসে ল্যাপটপ, স্মার্টফোন এবং ক্যামেরা নিয়ে যায়। পিসিতে থাকা সিসিটিভির ফুটেজ তারা নিয়ে গেছে।

গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন মারুফ জামান। এ ঘটনায় তার মেয়ে সামিয়া জামান ধানমণ্ডি থানায় জিডি করেন।

মারুফ জামানের ব্যক্তিগত গাড়িটি রাজধানীর তিনশ ফুট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।

মারুফ জামান ১৯৭৭ সালে সেনাবাহিনীতে সিগন্যাল কোরের ‘ষষ্ঠ শর্ট কোর্সে’ ক্যাপ্টেন হিসেবে যোগ দেন।

১৯৮২ সালে আর্মি থেকেই আত্মীকরণ হয়ে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। প্রথম দিকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ছিলেন। পরে ২০০৭ সালের পর থেকে কাতার, এবং ২০০৮ সালের ৬ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ১৫ সেম্পটম্বর পর্যন্ত ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সর্বশেষ ২০১৩ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং অবসর নেন ।

সারাবাংলা/ইউজে/আরসি/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর