Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার


১৭ জুন ২০১৯ ১৬:৫৯

ঢাকা: মানহানির অভিযোগে দায়ের করা দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। সোমবার (১৭ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।

এদিন দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দু’টি মামলা হয়। ওই দুই মামলায় করা জামিন আবেদন গত ২৩ মে জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে তা পিছিয়ে ১৭ জুন শুনানির দিন ঠিক করে দেন আদালত।

সোমবার শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য দিন ঠিক করে দেন। মামলা দু’টি ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।

সারাবাংলা/এজেডকে/এমও

কারাবন্দি কারাবন্দি খালেদা জিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর