Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্য নিরাপত্তায় জ্ঞান নিতে ঢাকা আসছেন আমিরাতের প্রতিমন্ত্রী


১৭ জুন ২০১৯ ২২:০৪

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল-মুহাইরি মঙ্গলবার (১৮ জুন) একদিনের ঝটিকা সফরে ঢাকা আসছেন। খাদ্য নিরাপত্তা বিষয়ে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করাই প্রতিমন্ত্রী মরিয়ম আল-মুহাইরির ঢাকা সফরের মূল উদ্দেশ্য। বিশেষ করে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ঢাকার জ্ঞানকে কাজে লাগাতে চায় আবুধাবি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সোমবার (১৭ জুন) সারাবাংলাকে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল-মুহাইরি মঙ্গলবার একদিনের সফরে ঢাকায় আসছেন।’

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রীসহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সদস্যের সঙ্গে তিনি বৈঠক করবেন। ঢাকা ছেড়ে যাওয়ার আগে মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন প্রতিমন্ত্রী মরিয়ম আল-মুহাইরি।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যে কারণে খাদ্য নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ঢাকার জ্ঞানকে কাজে লাগাতে চায় আবুধাবি। আমিরাতের প্রতিমন্ত্রীর ঢাকা সফরের মূল বিষয় হচ্ছে, বাংলাদেশ কিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করল, সেই বিষয়ে জানা।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মরিয়ম আল-মুহাইরি বিগত ২০১৭ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পরপরই মরিয়ম আল-মুহাইরি তার কাজের দক্ষতা দেখাতে সক্ষম হন। গত বছরের সেপ্টেম্বরে আল-মুহাইরি সংযুক্ত আর আমিরাতের খাদ্য নিরাপত্তার জন্য ‘ফুড ভ্যালি’ নামের প্রস্তাবণা প্রকাশ করেন, যেখানে আমিরাতকে খাদ্য প্রযুক্তি বিষয়ে হাব বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে তিনি আমিরাতের খাদ্য নিরাপত্তা কৌশল ঘোষণা করেন। আমিরাতের কৌশল অনুসারে দেশটি আগামী ২০২১ সালের মধ্যে বিশ্ব খাদ্য নিরাপত্তা তালিকায় প্রথম ১০টি দেশের মধ্যে এবং ২০৫১ সালের মধ্যে ওই তালিকার প্রথম স্থানে থাকতে চায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এমআই

আমিরাত খাদ্য নিরাপত্তা প্রতিমন্ত্রী মরিয়ম আল-মুহাইরি সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর