Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজলাসেই মারা গেলেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি


১৮ জুন ২০১৯ ০২:৫২

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মারা গেছেন। সোমবার (১৭ জুন) বিচার চলাকালীন অবস্থায় আদালতের এজলাসে পড়ে গিয়ে মারা যান তিনি।

২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গুপ্তচরবৃত্তি, দেশদ্রোহিতাসহ নানা অভিযোগ আনা হয় মুরসির বিরুদ্ধে।

মিশরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা ছিলেন মুরসি। আরবে কথিত আরব বসন্ত চলাকালীন সময় মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মুরসি। তিনিই ছিলেন মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট।

ক্ষমতা গ্রহণের মাত্র এক বছর পরই এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মুরসি। গুপ্তচরবৃত্তি ও দেশদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি হন তিনি।

ফিলিস্তিনের হামাসের সঙ্গে যোগসূত্রের অভিযোগে মুরসির বিচার চলছিল। সংবাদসংস্থা বিবিসি জানায়, সোমবার এই মামলার বিচার চলাকালীন সময়ে নিজের বক্তব্যের পরপরই হঠাৎ এজলাসে পড়ে যান মুরসি। এর আগে কাঁচঘেরা এজলাসে পাঁচ মিনিট কথা বলেছিলেন সাবেক এই প্রেসিডেন্ট।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনও মিশর কর্তৃপক্ষ কিছু জানায়নি।

সারাবাংলা/আইই 

টপ নিউজ মোহাম্মদ মুরসি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর