Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মিজানের বিরুদ্ধে পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি


১৮ জুন ২০১৯ ১৪:১০

ফাইল ছবি: ডিআইজি মিজান

ঢাকা: ঘুষ লেনদেনের অভিযোগে  ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত করতে কমিটি করেছে পুলিশ সদর দফতর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাকে ঘুষ দেওয়ার বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।

মঙ্গলবার (১৮ জুন) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডমিন অ্যান্ড অপারেশন) ড. মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের এ তদন্ত কমিটিতে রয়েছেন- অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) শাহাবুদ্দীন কোরেশী ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ হোসেন।

এআইজি সোহেল রানা বলেন, ‘ঘুষ লেনদেনের বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাছ থেকে প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে দায়মুক্তি দিতে ৫০ লাখ টাকা ও এর সঙ্গে দাবি করেন একটি গ্যাসচালিত গাড়ি ঘুষ নেওয়ার জন্য ‘চুক্তি’ করেছিলেন দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির। এ অভিযোগে দুদক পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে দুদক।

আরও পড়ুন:
ডিআইজি মিজান অবশ্যই দণ্ডিত হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিআইজি মিজান কি দুদকের চেয়েও শক্তিশালী: আপিল বিভাগ

সারাবাংলা/ইউজে/এমও

ঘুষ ডিআইজি মিজান তদন্ত কমিটি দুদক কর্মকর্তা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর