Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাবমূর্তি প্রসারে জাপানে বাংলাদেশ মেলা


১৮ জুন ২০১৯ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশের ভাবমূর্তির প্রসার, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশ মেলার আয়োজন করা হয়েছে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে।

মঙ্গলবার (১৮ জুন) তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মেলা শুরু হয় বলে এক বার্তায় জানিয়েছে জাপানের বাংলাদেশ মিশন।

বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা, পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলাটি চলবে পহেলা জুলাই পর্যন্ত।

এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানি কোম্পানি মেলায় তাদের পণ্য প্রদর্শন ও কার্যক্রম তুলে ধরবে।

বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতো শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, ‘নারুতো শহরসহ জাপানে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে এবং দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

বিজ্ঞাপন

নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি এ মেলার উদ্বোধন করেন। এ সময় জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআইএল/এমআই

জাপান দেশের ভাবমূর্তি বাংলাদেশ মেলা