যোগ দিবসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমন্ত্রণ ভারতীয় হাই কমিশনের
১৮ জুন ২০১৯ ২০:১৫
ঢাকা: আন্তর্জাতিক যোগ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আগামী ২১ জুন (শুক্রবার) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ প্রদর্শন ও গণ যোগাভ্যাসের আয়োজন করেছে ভারতীয় হাই কমিশন। ওইদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলবে যোগাভ্যাস অনুষ্ঠান।
মঙ্গলবার (১৮ জুন) ঢাকার ভারতীয় হাই কমিশন পাঠানো থেকে এক বার্তায় বলা হয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে সব অংশগ্রহণকারীকে বিনামূল্যে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) যোগ ম্যাট, টি-শার্ট এবং পানির বোতল দেওয়া হবে।
এর আগে ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দেয়। আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে ভারতের এই প্রস্তাবটি ১৭৫টি সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করে। জাতিসংঘের কোনো প্রস্তাবের প্রতি এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্রের সমর্থন দেওয়ার রেকর্ড।
এরপর বিগত ২০১৫ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস বড় আকারে অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুমানিক ১০ হাজার যোগাভ্যাসকারীর সমাগম হয়।
সারাবাংলা/জেআইএল/এমআই
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ভারতীয় হাই কমিশন যোগ দিবস যোগ ব্যায়াম