Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে গেছে: শহীদুল হক


১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জঙ্গি দমনে সফল হওয়ায় বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ও আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ যদি দমন করতে না পারতাম তাহলে এ দেশে কেউ বসবাস করতে পারত না। বিদেশিরা ফিরে যাচ্ছিল। তবে বর্তমানে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে গেছে। আস্থা ফিরে আসায় আইপিও সম্মেলনসহ বিভিন্ন আন্তজার্তিক কনফারেন্স হয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এখানে খেলতে এসেছে।’

বিজিএমইএ’র কনফারেন্স রুমে বৃহস্পতিবার বিদায়ী আইজিপিকে দেওয়া এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এই সংবর্ধনার আয়োজন করে পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বিদায়ী আইজিপি বলেন, ‘হলি আর্টিজান ও শোলাকিয়াসহ জঙ্গি হামলার পর আমরা চৌকস বাহিনীর দিয়ে ৪০টির বেশি অভিযান পরিচালনা করেছি। জঙ্গিবাদ দমন করেছি। এখন আমাদের প্রতি আস্থা ফিরেছে।’

পোশাক মালিকদের আশ্বাস দিয়ে একেএম শহীদুল হক বলেন, ‘আমি আপনাদের পাশে সব সময় ছিলাম। এখন যে নতুন আইজিপি এসেছেন তিনিও সেই সহযোগিতা অব্যাহত রাখবেন।’

পুলিশের প্রতি পরামর্শ দিয়ে এ বিদায়ী মহাপরিচালক বলেন, ‘আমি যে কমিউনিটি পুলিশ তৈরি করেছি, আশা করছি আপনারা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।’

শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ মাদকের মতো নেশা। মাদক জঙ্গিবাদ একই সূত্রে গাথা। এটি নির্মূল করা কঠিন। তবে নিয়ন্ত্রণ করতে হয়।’

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘পোশাক শিল্প এমন একটা খাত যেখানে শুধু ৪৪ লাখ শ্রমিকই কাজ করে না, তার বাইরেও অনেকেই জড়িয়ে আছেন। অর্থনৈতিক এই চালিকা শক্তিকে নিয়ে কোনো কোনো মহল যখন উস্কানি দিয়ে অস্থিরতার মধ্যে ফেলে দেয় তখন বহির্বিশ্বে সুনাম নষ্ট নয়। মুষ্টিমেয় কিছু লোক সব সময় এ খাতকে অস্থিরতার দিকে নিয়ে যেতে চায়। আমরা তাদের কাছে মাথানত করে ব্যবসা করব না। মালিকেরা আমাদের কথা শুনে, শ্রমিকদেরকেও শ্রম আইন মানতে হবে।’

ঢাকা শহরের যানজট সবার মধ্যে মানসিক অস্থিরতা ও রোগের সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘যানজট সৃষ্টি করি আমরা নিজেরাই। কোনোক্রমেই পুলিশকে সহায়তা করি না। যানজটে দেশের ১ লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে। রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, মনে হয় রাস্তা আমাদের। সবাই মিলে সহযোগিতা না করলে যানজট মোকাবিলা সম্ভব নয়।’

এ সময় আরও বিজিএমইএর প্রথম ভাইস-প্রেসিডেন্ড ফারুক হাসান খান, ভাইস-প্রেসিডেন্ট(অর্থ) মোহাম্মদ নাছির ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর