Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার


১৯ জুন ২০১৯ ০৪:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দবান: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া খুরশিদা বেগম (৪৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৭টায় ক্যমলং এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের মোহাম্মদপুর এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পা-পিছলে পানিতে ডুবে যায় খুরশিদা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরও উদ্ধার করতে পারেনি তার মরদেহ। সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ক্যমলং এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফরহাদ উদ্দিন জানান, নদীতে গোসল করতে গিয়ে এক নারী নিখোঁজের খবর পেয়েই উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দলও অংশ নেয় উদ্ধার কাজে। কিন্তু ওই সময় নারীর মরদেহ পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টার দিকে ক্যমলং এলাকায় সাঙ্গু নদী থেকে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/পিটিএম

বান্দরবান মরদেহ সাঙ্গু নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর