Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় বিকাশ এজেন্ট আল আমিনের


১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫১

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হাতে নিহত বিকাশ এজেন্ট আল আমিনের মরদেহের ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, আল আমিনের বুকে ও ডান পায়ের রানে ধারাল অস্ত্রের আঘাত ছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের জহুরা মার্কেট থেকে টাকা তুলে উত্তরার ৫ নম্বর সেক্টরে আসলে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। আল আমিন বাধা দিলে তাকে ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

আল আমিনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার দক্ষিণ সাটুরিয়া গ্রামে। দুই ভাই দুই বোনের মধ্যে আল আমিন ছিল সবার বড়। তার আয়ে সংসার ও দুই বোনের লেখাপড়ার খরচ চলতো বলে জানান তার ভাই রহমত উল্লাহ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, উত্তরা ৫ নম্বর সেক্টরে ১ এর-এ নাম্বার রোডে একটি প্রাইভেটকারে আসা তিনজন ছিনতাইকারী আল আমিনের হাতে থাকা ব্যাগ ধরে টানাটানির এক পর্যায়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার ব্যাগে আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকা ছিল বলে জানান তিনি। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএস/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর