মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দি আসামির মৃত্যু
১৯ জুন ২০১৯ ১৬:৩৮
ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দি আসামি মোজাহার আলী শেখ (৭২) মারা গেছেন। বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোজাহার আলী শেখের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
কারারক্ষী ফয়সাল আহমেদ সারাবাংলাকে বলেন, গত ১৩ জুন কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে মোজাহার আলীকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আসামির মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এটি