পুরান ঢাকার বানর পরিবার
১৯ জুন ২০১৯ ১৯:০৭
পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় প্রায় একশ বছরেরও বেশি সময় ধারে বসবাস করছে রেসাস ম্যাকাক প্রজাতির এই বানরগুলো।বর্তমানে সেখানে দুইশটিরও বেশি বানর আছে। কয়েক বছর যাবত খাদ্য সংকট দেখা দেওয়ায় বানরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পাশাপাশি স্থানীয়দের দেওয়া কলা, বিস্কুট ও চীনা বাদামের মতো খাবার খেয়ে বেঁচে থাকে বানরগুলো। ছবি তুুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
সারাবাংলা/ওএম/এমআই