Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন


১৯ জুন ২০১৯ ১৯:৩০

নারায়ণগঞ্জ: ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শ্যামল মোল্লা (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে ছয় মাস।

হত্যাকাণ্ডের আট বছর পর বুধবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শাহ্ মোহাম্মদ জাকির হোসেন হত্যা মামলার এক মাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত শ্যামল মোল্লা আড়াইহাজার উপজেলার বারোয়ানী মধ্যপাড়া এলাকার আব্দুর রউফ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২২) হত্যার অভিযোগ প্রমাণিত হয়।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুর রহিম জানান, ২০১১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বারোয়ানী মধ্যপাড়া এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে শ্যামল মোল্লা ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন আনোয়ার হোসেনকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার দুইদিন পর নিহতের স্ত্রী হওয়া বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। ওই হত্যা মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

সারাবাংলা/এমএইচ

পিটিয়ে হত্যা যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর