Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম সহ্য করা হবে না’


২০ জুন ২০১৯ ০০:১৭

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

তিনি বুধবার (১৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত রাজস্ব খাতভুক্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। গত দুই ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সংশ্লিষ্ট জেলা প্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সকল কর্মকর্তা-কর্মচারী পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন, তাদের সকলকে গুরুত্ব দিয়ে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সহযোগিতা নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলাভিত্তিক মনিটরিং টিম পাঠানোর পাশাপাশি এবার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় শহরের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন।

উল্লেখ্য, গত ২৪ ও ৩১ মে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৮-এর প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার ধাপে রাজস্ব খাতভুক্ত এই নিয়োগে অংশগ্রহণ করছে প্রায় ২৪ লাখ চাকরি প্রত্যাশী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/পিটিএম

অনিয়ম প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর