Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, র‌্যাবের অভিযান


২০ জুন ২০১৯ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর গ্রিনরোডে বাংলাদেশ ওষুধ প্রশাসন অনুমোদিত একটি মডেল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধের অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টার দিকে র‍্যাব সদর দফতরের একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায় ।

র‍্যাব-২ এর সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধের সন্ধান পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই ফার্মেসিতিই মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ রয়েছে। এখন পর্যন্ত আমরা বেস্ট ওয়ান ফার্মা নামের একটি মডেল ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করেছি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার জন্য। এই ফার্মেসি মডেল ফার্মেসি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ওষুধ প্রশাসন অধিদফতর থেকে স্বীকৃতি পেয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অন্য যেকোনো ফার্মেসির থেকে মডেল ফার্মেসিগুলো যদি নকল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রি করে তাদের বিরুদ্ধে জরিমানা আরও বেশি করা হবে। কেননা তারা শুধু সাধারণ মানুষকে নয়, সরকারের সঙ্গেও প্রতারণা করছেন।’

অভিযান শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

সারাবাংলা/এসএইচ/এমও

ওষুধ প্রশাসন নকল ওষুধ র‌্যাবের অভিযান