Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ ওষুধ, গ্রিন রোডে ১৬ ফার্মেসিকে ২৮ লাখ টাকা জরিমানা


২০ জুন ২০১৯ ২৩:৩৯ | আপডেট: ২০ জুন ২০১৯ ২৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মেয়াদোত্তীর্ণ, নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় রাজধানীর গ্রিন রোডের ১৬টি ওষুধের দোকানকে ২৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক দোকানিকে তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে র‌্যাবের এ অভিযান। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযানে নেতৃত্ব দেন।

সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রিন রোডের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ১৬টি ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় একজনকে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জনস্বার্থে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট।

সারাবাংলা/এসএইচ/টিআর

নকল ওষুধ ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ র‌্যাবের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর