Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু


২১ জুন ২০১৯ ০৯:৫৪ | আপডেট: ২১ জুন ২০১৯ ০৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল মিয়া নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জনু) দিনগত রাত ৩টার দিকে দুম্বারিচালা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মৃত বাবুল মিয়া শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির ২৪টি মামলা রয়েছে।

র‌্যাব-১-এর এএসপি কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি চালালে বাবুল মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বাবুল মিয়ার নামে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১২টি মাদক এবং ৭টি ডাকাতি মামলা।

বাবলুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএইচ

গাজীপুর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’