মার্কিন ড্রোন ভূপাতিত করে বড় ভুল করেছে ইরান: ট্রাম্প
২১ জুন ২০১৯ ১১:৪০ | আপডেট: ২১ জুন ২০১৯ ১৫:২৯
মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরান বড় ধরনের ভুল করেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটি ইচ্ছাকৃত। এটা ভুলও হতে পারে।
শুক্রবার (২১ জুন) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা বলা হয়।
হোয়াইট হাউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ড্রোনটি ইরানের আকাশসীমায় ছিল না। এটির অবস্থান ছিল আন্তর্জাতিক জলসীমায়। কোনো নির্বোধ ও অকর্মা হয়তো এ কাজ করেছে।
এর আগে, অনধিকার প্রবেশ ও নজরদারির অভিযোগে স্পর্শকাতর হরমুজ প্রণালী অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করে ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ডস কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের দাবি ইরানের সীমানায় ছিল না ভূপাতিত ড্রোনটি।
উপসাগরীয় এলাকায় বেশ কয়েকটি দেশের তেলের ট্যাংকারে হামলার ঘটনার মধ্যেই এবার মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটলো। তেলের ট্যাংকারগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও ইরান সে দাবি অস্বীকার করেছে।
ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত ১ হাজার সৈন্য মোতায়েন করছে তারা। ইরানের সামরিক বাহিনীর বিদ্বেষপূর্ণ আচরণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাবাংলা/ এনএইচ