Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রুটে রেলযোগাযোগ বন্ধ


২১ জুন ২০১৯ ১২:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গাজীপুরের সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-উত্তরবঙ্গ রুটে সবধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ১০দিকে গাজীপুরের সালনায় এসে পৌঁছলে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ করছে। এক-দেড়ঘণ্টার মধ্যে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

এদিকে সালনায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

সারাবাংলা/এসএ/পিটিএম

গাজীপুর ট্রেনের বগি লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর