Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা টিকিটে রেল ভ্রমণ, ৪০০ যাত্রীর জরিমানা


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

পাবনা: ঈশ্বরদী-ঢাকা রেলরুটের তিনটি আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৪০০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ১লাখ ১৯ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে রাত সাড়ে ১১টা পর্যন্ত সাঁড়াসি অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায়, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর,বড়ালব্রীজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জ বাজার বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত অভিযান চালানো হয়।

শওকত জামিল মোহসী জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি স্টেশনের ওপর দিয়ে যাওয়া রাজশাহী  হতে ছেড়ে যাওয়া ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে (আপ) ৭৫৩নং (ডাউন) ৭৫৪ নং আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকা হতে ফিরে আসা ৭৭৩ নং সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা হতে ছেড়ে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকাগামী (আপ) ৭৬৩নং এবং ঢাকা হতে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন হয়ে খুলনাগামী (ডাউন) ৭৬৪ চিত্রা এক্সপ্রেস ট্রেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন,পাকশি রেলওয়ের সহকারী বানিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট আবু হেনা, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু,শফিকুল ইসলাম, কামরুজ্জামান।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর