Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নির্বাহী সভার প্রস্তুতি সম্পন্ন


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: খালেদা জিয়ার রায় সামনে রেখে ডাকা জাতীয় নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

আগামীকাল ৩ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ান-এ সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভার ২৩ ঘণ্টা আগে শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্বাহী কমিটির সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সদস্যদের মাঝে বৃহস্পতিবার থেকে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। শুক্রবারও পরিচয়পত্র বিতরণ করা হবে। সভাস্থলে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের রেজিস্ট্রেশন শুরু হবে সকাল ৮টা ৩০মিনিটে। এই সভায় সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক  প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা নয়াপল্টন কার্যালয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে এসে গ্রেফতার হচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা এমন এক অন্ধকারাচ্ছন্ন দুঃসময়ের মধ্যে বাস করছি যে, স্বাভাবিক রাজনৈতিক-সাংগঠনিক কর্মকাণ্ড করতে যেয়েও বিএনপির নেতৃবৃন্দ সরকারি নিষ্পেষণের শিকার হচ্ছেন। বিপদ, শঙ্কা, আতঙ্ক ও ভয়ের মধ্যে তাদেরকে যাপন করতে হচ্ছে দিনরাত্রি। বাসা থেকেও নেতৃবৃন্দ গ্রেফতার হচ্ছেন।’

তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেফতার করা যেন আইন-শৃঙ্খলা বাহিনীর পুতুল-খেলা। যখন ইচ্ছা বাসা থেকে, রাস্তা থেকে, হাট-বাজার থেকে, দলীয় কার্যালয় থেকে তাদের তুলে নিয়ে যাচ্ছে।  প্রথমে অস্বীকার করার পর দরকষাকষি শুরু হয়— বলা হয় বেশি টাকা দিলে হালকা মামলা, কম টাকা দিলে কঠিন মামলা, অর্থ দিতে অক্ষম হলে অমানবিক শারীরিক নির্যাতন করা হবে।’

বিজ্ঞাপন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বৃহস্পতিবার পরিচয়পত্র সংগ্রহ করে বেরোনোর পর নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপ্লবের হার্টে অনেকগুলো রিং বসানো আছে। হৃদযন্ত্রে প্রচণ্ড ব্যথা অনুভব করায় কিছুক্ষণ আগে তাকে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে— জানান রিজভী।

সরকার পরিকল্পিতভাবে ভিন্ন কৌশলে আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে এগোচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পার্টনার জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর জাল নথির ওপর ভিত্তি করে ভুয়া ও মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রায় প্রতিদিনই হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ওপর চলছে জেল, জুলুম, নির্যাতন, গ্রেফতার।’

তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতীক খালেদা জিয়ার ওপর বিচারের নামে অবিচারের যে কালো ছায়া বিস্তার করানো হয়েছে, তাতে দেশবাসী ক্ষুদ্ধ। প্রহসনের বিচার নিয়ে মানুষের ক্ষোভ বহ্নির মতো ধিকিধিকি জ্বলছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার মিথ্যা মামলার বিচার নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে জনরোষ চরম প্রতিবাদের শক্তিতে রাজপথে আছড়িয়ে পড়বে।’

গত চার দিনে প্রায় ২৭৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে রিজভী জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপুকে বৃহস্পতিবার শাহবাগ এলাকা থেকে উঠিয়ে নিয়েছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, চকবাজার থানার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রাসেল, শাহবাগ থানার নেতা মো. খলিল, মতিঝিল থানা বিএনপির নেতা রানী বাবু, খিলগাঁও থানার নেতা আমির সর্দার, রোমান, লিংকন, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপির নেতা মো. মুক্তার হোসেন, উত্তর পশ্চিম থানার নেতা রহমত উল্লাহ দুলাল ও তোজাম্মেল হক সোহাগকে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আইন সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, অমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর