Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান নিয়ন্ত্রিত আকাশে উড়বে না মার্কিন বিমান


২১ জুন ২০১৯ ১৫:৫৭

ইরান নিয়ন্ত্রিত সমুদ্র ও স্থলপথের আকাশসীমায় মার্কিন বিমান উড্ডয়ন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে, দ্য ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। নিষেধাজ্ঞা আরোপিত অঞ্চলের মধ্যে স্পর্শকতার হরমুজ প্রণালি ও ওমান উপসাগর রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এফএএ বিবৃতিতে জানায়, ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ্লিকেশন্সের তথ্য অনুযায়ী বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের গ্লোবাল হক ড্রোনের প্রায় ৪৫ নটিক্যাল মাইলের মধ্যে,  সবচেয়ে কাছের বেসামরিক বিমান অবস্থান করছিল। ড্রোন ভূপাতিত হওয়ার সময় ওই এলাকায় অনেক বেসামরিক বিমান চলাচল করছিল। উপসাগরীয় অঞ্চলের ইরান-যুক্তরাষ্ট্র সঙ্কটে বিমানের নিরাপত্তায় এফএএ উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (২০ জুন) স্পর্শকাতর হরমুজ প্রণালি অঞ্চলে মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির যুদ্ধাবস্থা বিরাজ করছে।

সারাবাংলা/এনএইচ

বিমান চলাচলে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-ইরান সঙ্কট

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর