Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরপত্র পূরণ করে দেওয়ায় শিক্ষকের কারাদণ্ড


২১ জুন ২০১৯ ১৮:৫৪

মাগুরা: মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র পূরণ করে দেওয়ায় এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ জুন) দুপুরে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম জাহাঙ্গীর আলম খান। তিনি মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

আরও পড়ুন: মাগুরায় ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন। ওই শিক্ষক পাশের কক্ষে দায়িত্বে ছিলেন। উত্তরপত্র হাতে পেয়ে জাহাঙ্গীর আলম ওই পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করা শুরু করেন। এ সময় অন্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্রে পরিদর্শনে আসা ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনের নজরে আনেন। এরপর ওই ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে ধরেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সারাবাংলা/এমএইচ

উত্তরপত্র পূরণ কারাদণ্ড প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর