কম্বোডিয়ায় ভবন ধসে ৩ লাশ উদ্ধার, বহু হতাহতের আশঙ্কা
২২ জুন ২০১৯ ১১:৩৭
কম্বোডিয়ার বিচ টাউনে একটি নির্মাণাধীন সাত তলা ভবন ধসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে আরও ৩০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শনিবার (২২ জুন) শিয়ানোক ভ্যালিতে এ ঘটনা ঘটেছে বলে গালফ নিউজের খবরে বলা হয়।
ধসে পড়া বিল্ডিংটি চীনা মালিকানাধীন। শিয়ানোক গভর্নর ইউন মিন বলেন, আমরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করেছি। প্রতিদিন সেখানে ৫০ জনের মতো কাজ করেন। ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
কম্বোডিয়ার তথ্যমন্ত্রী খেউেই কানার্থি বলেন, ৩০ জনেরও বেশি লোক চাপা পড়ে আছে। নিহতদের সবাই কম্বোডিয়ার নাগরিক।
বেশ কয়েকটি মেডিকেল টিম ঘটনাস্থলে স্বাস্থ্যসেবা দিচ্ছে। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা।
সারাবাংলা/ এনএইচ