Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির গণতন্ত্র দ্বৈতনীতির ও স্ববিরোধী: ওবায়দুল কাদের


২২ জুন ২০১৯ ১৭:১৮

ঢাকা: বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হাস্যকর, দ্বৈতনীতির ও স্ববিরোধিতায় পরিপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। তাদের মহাসচিব নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যোগ দিলেন না। কিন্তু ওই আসনের উপনির্বাচনে তারা প্রার্থী দিলেন। তাদের দলের নির্বাচিত ৫ জন সদস্য সংসদে যোগ দিলেন। মহিলা আসন থেকে একজনকে মনোনয়ন দেওয়া হলো; তিনিও সংসদে এলেন। কিন্তু সেই দলের মহাসচিব নির্বাচিত হয়েও সংসদে যোগ দিলেন না। বিএনপির এরকম দ্বৈতনীতির গণতন্ত্র হাস্যকর।’

‘বিএনপির পরবর্তী কাউন্সিলে তারেক রহমানকে চেয়াপারসন করা হতে পারে- এ বিষয়টি কিভাবে দেখছেন?’ জানতে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ সাংগঠনিক এ নেতা বলেন, ‘বিএনপির যেভাবে জন্ম, যেভাবে বিকাশ, তাতে তারা এমনটা করলে অবাক হওয়ার কিছু নেই। বিএনপি গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে এটা প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। ‘

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘আমা‌দের দ‌লের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে সকল আয়োজন সম্পন্ন হ‌য়ে‌ছে। আগামীকাল (২৩ জুন) সকাল সা‌ড়ে ৮টায় বঙ্গবন্ধু ভব‌নে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নি‌বেদন, বেলুন ও শা‌ন্তির প্রতীক পায়রা উ‌ড়ি‌য়ে মাসব্যাপী কর্মসূ‌চির উদ্বোধন করা হ‌বে। ঢাকা থে‌কে শুরু ক‌রে প্রতিটি উপ‌জেলায় সাজসজ্জা করা হ‌য়ে‌ছে। এছাড়া কেন্দ্রীয়ভা‌বে ঢাকায় তিনদি‌নের কর্মসূ‌চি গ্রহণ করা হ‌য়ে‌ছে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘৭০ বছ‌রে আমা‌দের বড় অর্জন স্বাধীনতা ও মু‌ক্তি। দে‌শের মানু‌ষের মু‌ক্তির জন্য বঙ্গবন্ধু কাজ শুরু ক‌রে‌ছি‌লেন। কিন্তু ৭৫-এর ১৫ আগস্ট তা‌কে হত্যা করার পর বাঙালি জা‌তি‌কে মু‌ক্তি দেওয়ার আন্দোলন অনেকটা পি‌ছি‌য়ে প‌ড়ে। ১৯৮১ সা‌লে শেখ হা‌সিনা দে‌শে ফেরার পর আওয়ামী লী‌গের পথচলায় নতুন মাত্রা যোগ ক‌রে। শেখ হা‌সিনা নির্বাচ‌নেও সফল, আন্দোল‌নেও সফল।’

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘বিদ্রোহীদের ব্যাপারে আমরা কঠোর হব। আমাদের নেত্রী সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসলে ওয়ার্কিং কমিটির মিটিং হবে। সেখানে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।’

সংবাদ স‌ম্মেল‌নে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন না‌ছিম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর