সুবর্ণচরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ২
২২ জুন ২০১৯ ১৮:৪৯
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ডাকাতদের হামলায় দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ জুন) দিনগত গভীর রাতে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে রেজাউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
রেজাউর এম.আর.এফ টায়ারের কান্ট্রি ডিলার। হামলায় আহতরা হলেন- কবির আহম্মদ ভূঁইয়ার স্ত্রী রেহানা বেগম (৬০) ও জিয়াউর রহমানের মেয়ে নওশিন জাহান (১৬)। এসময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১০ থেকে ১২ জনের অস্ত্রধারী একদল ডাকাত রেজাউর রহমানের বাড়িতে ঢুকে ঘরে থাকা নওশিন জাহানকে বেঁধে ও রেহানা বেগমকে মারধর ও কুপিয়ে জখম করে ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও অন্তত ৫ ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
আহত রেহানা বেগম জানান, ডাকাত দলের প্রতিটি সদস্য মুখোশধারী থাকায় তারা কাউকে চিনতে পারেননি।
এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এমএইচ