টাঙ্গাইলে স্কুলছাত্র হত্যায় পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৩
২২ জুন ২০১৯ ২১:৪১
টাঙ্গাইল: টাঙ্গাইলে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রের হত্যার দায়ে পুলিশের কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২২ জুন) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আসামিরা হলেন- টাঙ্গাইল পুলিশ লাইন্সের এসএএফ শাখার কনস্টেবল মোশারফ হোসেন হৃদয় (২১), ভুঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে সজিব হোসেন (২০) ও সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনিরুজ্জামান মনির।
পুলিশ জানায়, গত ১৬ জুন বিকেলে কালিহাতী উপজেলার হাতিয়া উত্তরপাড়া বাজারের কাছে রাস্তার পাশে জঙ্গল থেকে মাথা থেতলানো ও গলায় রশি পেচানো এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ খবর জানতে পেরে টাঙ্গাইল সদর উপজেলার কোনাবাড়ি গ্রামের ছামাদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম কালিহাতী থানায় গিয়ে মরদেহটি তার ছেলে সজিব মিয়ার বলে শনাক্ত করেন। পরে দিন তিনি বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ আসামিদের গ্রেফতার করে।
সারাবাংলা/এমএইচ