Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানির কয়লা খনিতে পরিবেশবাদীদের বিক্ষোভ


২৩ জুন ২০১৯ ১০:১৮ | আপডেট: ২৩ জুন ২০১৯ ১০:২৫

কার্বন প্রশমনের দাবি ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে জার্মানির গার্জউইলার কয়লা খনিতে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারী। তারা কয়লা খনিতে ঢুকে পড়েন ও প্রতিবাদ অব্যাহত রাখেন। তবে কয়লা খনিতে হানার বিষয়টি পুলিশ ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। রোববার (২৩ জুন) এ খবর প্রকাশ করে সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশি বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা মাঠের পর মাঠ পেরিয়ে উন্মুক্ত কয়লা খনিতে পৌঁছান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। এর আগে তারা কয়লা বহনকারী রেলওয়ে লাইনও অবরোধ করেন। এসব ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

জার্মানি আগামী ২০৫০ সালের মধ্যে কার্বন প্রশমনের ঘোষণা দিলেও পরিবেশবাদীদের দাবি এই সময়সীমা আরও এগিয়ে আনা হউক। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তন জার্মানির জন্যও উদ্বেগের অন্যতম কারণ।

সারাবাংলা/এনএইচ

কয়লা খনি জার্মানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর